What is Freelancing & Outsourcing ?
ফ্রিল্যান্সিং : বর্তমান সময়ে তরুনদের কাছে সবচাইতে
আলোচিত একটি শব্দ টি হচ্ছে ফ্রিল্যান্সিং (Freelancing) । ফ্রিল্যান্সিং (Freelancing) এর অর্থ হলো স্বাধীন বা
মুক্তপেশা। অন্যভাবে বলা যায়, নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের
অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা কে ফ্রিল্যান্সিং বলে। এ ধরণের পেশাজীবিকে বলা
হয় ফ্রীলেন্সার (freelancer) বা স্বাধীনপেশাজীবি।
চাকরীজীবিদের মতো এরা বেতনভুক্ত নয়।
 |
Global Village |
কাজ ও চুক্তির উপর নির্ভরকরে আয়ের পরিমাণ কম
বা অনেক বেশি হতে পারে, তবে স্বাধীনতা আছে, ইচ্ছা মতো কাজ ও ইনকামের সুযোগ আছে। এই পেশা স্বাধীনমনা লোকদের জন্য এটা একটা আয়ের সুবিধাজনক পন্থা। আধুনিক সময়ে বেশিরভাগ
মুক্তপেশার কাজগুলো ইন্টারনেট মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা
ঘরে বসেই তাদের ইচ্ছামত কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে
প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন,
তবে তা আপেক্ষিক। ইন্টারনেট ভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে
দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে। যার কারণে
বর্তমানে ছাত্র- ছাত্রী এবং অনেক চাকুরীজীবি এই পেশায় আসছেন।বর্তমানে আউটসোর্সিং হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের
অন্যতম মাধ্যম।
অন্য কোন দেশের অন্য কোন
ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাজ বাড়িতে বসে ইন্টারনেট এর মাধমে খুজে বের করাই হচ্ছে
আউটসোর্সিং। যিনি আউটসোর্সিং করেন তিনি মুলত অনলাইনে কাজ খুজে বের করে থাকেন। তিনি
ফ্রিল্যান্সারদের মাধ্যমে অনলাইনে কাজ করিয়ে নিয়ে থাকেন।
 |
Freelancer Live bd |
ফ্রিল্যান্সার কাকে বলে
?
যারা বিভিন্ন দরনের কাজ বাড়িতে বসে করে দেয় তাদের কে ফ্রিল্যান্সার বলে।
আটসোর্সিং
বা ফ্রিল্যান্সিং এর কাজের ধরন:
অনলাইন
ভিত্তি কাজের পরিধি অনেক বেশি। বিশ্বব্যাপী এধরণের কর্মপদ্ধতির চাহিদা দিন দিন বাড়ছে।
জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে থাকা কয়েকটি কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো:
*ডিজিটালমার্কেটিং : ইন্টারনেটভিত্তিক বাজারজাতকরণ কার্যক্রম, যেমন ব্লগ, সামাজিক
যোগাযোগের ওয়েবসাইটে বিপণন।*গ্রাফিক্স ডিজাইন: লোগো ডিজাইন, ওয়েবসাইট
ব্যানার ডিজাইন, ছবি সম্পাদনা, অ্যানিমেশন
তৈরি ইত্যাদি।*ওয়েব ডেভলপমেন্ট: ওয়েবসাইট তৈরি করা, ওয়েবভিত্তিক
সফ্টওয়্যার তৈরি করা, হোস্টিং ইত্যাদি।*কম্পিউটার প্রোগ্রামিং: ডেস্কটপ প্রোগ্রামিং থেকে ওয়েব প্রোগ্রামিং
সবই এর আওতায় পড়ে।*গ্রাহকসেবা: দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির গ্রাহককে টেলিফোন, ইমেইল ও সামাজিকযোগাযোগ মাধ্যমের সাহাজ্যে তথ্য প্রদানের মাধ্যমে
প্রয়োজনীয় সহায়তা করা।*প্রশাসনিক সহায়তা: দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজের ডাটা
এন্ট্রি করণ, ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা ইত্যাদি। *লেখালেখি ও অনুবাদ: ওয়েবসাইট কন্টেন্ট, সংবাদ
বিজ্ঞপ্তি, ছোট গল্প, প্রাপ্তবয়স্কদের
গল্প এবং এক ভাষা থেকে অন্যভাষায় ভাষান্তরকরণ উল্লেখযোগ্য।*সাংবাদিকতা: যারা সাংবাদিকতা বিষয়ে দক্ষ তারা বিভিন্ন দেশি-বিদেশি
পত্রপত্রিকায় লেখালেখির, চিত্রগ্রহণের পাশাপাশি ইন্টারনেট
ভিত্তিক জনসংযোগ করে থাকেন।
No comments