Header Ads

কম্পিউটার মাউসের জনক কে?

কম্পিউটার মাউসের জনক
 ডগলাস কার্ল এঙ্গেলবার্ট একজন আবিষ্কারক, কম্পিউটার এবং ইন্টারনেট পাইওনিয়ার।

Douglas Engelbart



১৯৬৮ সালের ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর অগমেন্টেশন রিসার্চ সেন্টারে ফল জয়েন্ট কম্পিউটার কনফারেন্সে (এফজেসিসি) মার্কিন বিজ্ঞানী প্রথম মাউস ব্যবহার করেন। প্রায় ৯০ মিনিট ধরে তিনি ও স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা মাউসের কার্যকারিতা উপস্থিত দর্শকদের দেখান। সেদিনের সেই মাউসটি ছিল কাঠের তৈরি এবং তাতে শুধু একটি বাটন ছিল। এঙ্গেলবার্টের সহায়তায় ১৯৬৪ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে কম্পিউটার মাউসের প্রটোটাইপ উদ্ভাবন করেন বিজ্ঞানী বিল ইংলিশ। পরে ১৯৬৫ সালে তাঁদের সঙ্গে যোগ দেন ড. জেফ রুলিফসন। ১৯৬৮ সালে মাউসের উদ্বোধন করা হলেও বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হয়েছে ১৯৮১ সালে।

No comments

Powered by Blogger.