আধুনিক কম্পিউটারের জনক
আধুনিক
কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লজ ব্যাবেজ ( Charles Babbage) [১৭৯১-১৮৭১] নামে একজন ইংরেজ প্রকৌশলী ও
গণিতবিদের হাতে। অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন।তিনি তৈরি করেন
ডিফারেন্স ইঞ্জিন । ১৯৯১ সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজজের বর্ণনা
অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় যে সেটি সঠিকভাবে কাজ করছে এবং
পরবর্তীতে তিনি এনালিটিক্যাল ইঞ্জিন
নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন।
নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন।
তবে
গণনার কাজটি বীভাবে আরো কার্জকর
যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা
অ্যাডা লাভলেস (Ada Lovelace) [১৮১৫-১৮৫২] । মায়ের কারনে
অ্যাডা ছোট বেলা থেকে বিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ১৮৩৩ সালে চার্লস
ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য “প্রোগ্রামিং”-এর ধারনা সামনে
নিয়ে আসেন । এ কারনে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত
করা হয়। ১৮৪২ সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ইঞ্জিন সম্পর্কে বক্তব্য
দেন। সে সময় অ্যাডা ব্যাবেজের সহায়তা নিয়ে পুরো বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের
ধারাটি বর্ণনা করেন। কাজের ধারা বর্ণনা করার সময় তিনি এটিকে ধাপ অনুসারে
ক্রমাঙ্কিত করেন। অ্যাডার মৃত্যুর ১০০ বছর পর ১৯৫৩ সালে সেই নোট আবারো প্রকাশিত
হলে বিজ্ঞানিরা বুঝতে পারেন, অ্রাডা লাভলেসই অ্যালগরিদম প্রোগ্রমিংয়ের ধারনাটি
আসলে প্রকাশ করেছিলেন।
![]() |
Charles Babbage |
No comments