Header Ads

সুন্দর ত্বকের সুরক্ষা

ত্বকের সুন্দর্য
বাইরের আবহাওয়া থেকে ত্বক আমাদের রক্ষা করে।
তাই ত্বককে ভালো রাখতে নিতে হবে ত্বকের যত্ন।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইট থেকে ত্বকের সুরক্ষায় ঘরে তৈরি নানান রকম মাস্ক তৈরির পন্থা এখানে দেওয়া হল।
সুন্দর ত্বকের জন্য: সুষম খাবার ও সুস্থ জীবন ত্বকের উপর প্রভাব রাখে। তাই এগুলো নিশ্চিত করার পাশপাশি ত্বক পরিচর্যার দিকেও মনোযোগ দিতে হবে।
ঘর থেকে বের হওয়ার ১০ থেকে ১৫ মিনিট আগে ময়েশ্চারাইজার ব্যবহার করুন যেন ত্বক ঠিক মতো শুষে নিতে পারে। সূর্য রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করুন। এত ত্বকে পোড়াভাব দেখা দিবে না।
ত্বক ভালো রাখতে ফেইস মাস্ক খুব ভালো সমাধান। ঘরে তৈরি প্রাকৃতিক ফেইস মাস্ক ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকের জন্য: ডিমের সাদা অংশের মাস্ক তৈলাক্ত ত্বকের জন্য ভালো। এটা উন্মুক্ত লোমকূপকে বাইরের ময়লা থেকে রক্ষা করে।
ভালোভাবে ফেটে নেওয়া ডিমের কুসুম মুখ লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বক সতেজ করে ও ত্বককে টানটান ও সুস্থ রাখতে সাহায্য করে।
শুষ্ক ত্বকের জন্য:  শুষ্ক ত্বকের জন্য ওটমিলের মাস্ক খুব ভালো। ওটমিল, ডিমের কুসুম এবং মধু দূষণের কারণে হওয়া ত্বকের ক্ষয় দূর করে।
সম-পরিমাণ কাঁচা ওটমিল, ডিমের কুসুম ও মধু মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ ও সতেজ হবে।
সাধারণ ত্বকের জন্য: কলার মাস্ক উপকারী। অর্ধেক কলা চটকে তার সঙ্গে দুধের সর মেশান। মাস্কটি মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা 

No comments

Powered by Blogger.