ঔষধ কী ? (What is Medicine?)
ঔষধ কী ? (What is Medicine?)
অসুখ হলে আমরা সাধারনত ডাক্তারের
কাছে যাই। তিনি পরীক্ষানিরীক্ষা করে কিছু ঔষধরে নাম লিখে দেন। আমরা সেই সব ঔষধ
খেয়ে সুস্থ হয়ে যাই।
তাই সাধারন ভাবে বলা যায় যে, যা গ্রহনের মাধ্যমে আমরা
রোগমুক্ত হই তাই ওষুধ। ওষুধটি কেমন হবে তা নির্ভর করে আমরা কোন ধরনের ডাক্তারের
কাছে যাই তার ওপর। এ্যালোপ্যাথি ডাক্তার সাধারনত ট্যাবলেট,ক্যাপসুল বা সিরাপ খেতে
দেন। অন্যদিকে হোমিওপ্যাথি ডাক্তার দেন সাদা মিষ্টি পাউডারের পুরিয়া,ছোট ছোট সাদা
দানার মত বড়ি বা কোন তরল যা ড্রপারে করে এক বা দুই ফোঁটা করে খেতে হয়। আবার কবিরাজ
দেন বিদ্ ঘুটে স্বাদের লতাপাতার পাচন। যে ধরনের ডাক্তারের কাছেই আমরা যাই না কেন, প্রত্যেকেই
কিছু না কিছু ওষুধ দেন আরোগ্য লাভের জন্য। সুতরাং বলা যে, ওষুধের উদ্দেশ্য একটাই
রোগমুক্তি।
![]() |
Medicine |
ওষুধের ইংরেজি পরিভাষা হিসেবে ড্রাগ(Drug) অথবা মেডিসিন (Medicine) দুটোকেই সাধারনত ব্যবহার
করা হয়। চিকিৎসাশাস্ত্র অনুযায়ী যে কোন বস্তু যা গ্রহনের পর শরীরে প্রতিক্রিয়া
তৈরিতে সক্ষম তাকে ড্রাগ বলে। যেমন- সিগারেট বা তামাকের নিকোটিন, চা-কফির ক্যাফেইন
প্রভৃতি। সাধারনত ড্রাগ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। ড্রাগ রোগ মুক্তি বা রোগ প্রতিরোধ , রোগ সনাক্তকরন
এমনকি নেশাহৃত হয়। অন্যদিকে যেসব ড্রাগ শুধু রোগ মুক্তি ও রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় তাকে মেডিসিন বলে। যেমন-
এন্টিবায়োটিক। একজন দক্ষ ওষুধ বিজ্ঞানী তার জ্ঞান ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে ড্রাগকে
ওষুধে পরিনত করেন।
ড্রাগ সাধারনত দুটি উৎস হতে প্রাপ্তঃ
১। প্রাকৃতিক উৎসঃ বিভিন্ন ধরনের উদ্ভিদ,প্রাণীদেহ এবং খনিজ হতে
প্রাপ্ত।
২। কৃত্রিম উৎসঃ ল্যাবরেটরিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তরি করা হয়।
ড্রাগকে বিশুদ্ধ রুপে আহরন করে তার সাথে বিভিন্ন
উপাদান মিশিয়ে তৈরি করা হয় মেডিসিন। আমরা ওষুধের দোকানে যে বিভিন্ন রকম ওষধ সাজানো
অবস্থায় দেখি প্রকৃতপক্ষে তাই মেডিসিন।
No comments